রাজনগর পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে রবিবার ১০১ কলসযাত্রার মাধ্যমে গৌর কৃষ্ণ কথা মহোৎসব শুরু হল। এই উপলক্ষে আগত সমস্ত ভক্তদের প্রসাদ খাওয়ানো হলো। আগামী ৯ দিন এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ গড়াই ও তাঁর সহধর্মিনী শ্যামা গড়াই এর উদ্যোগে এবং স্থানীয় ভক্তদের সহযোগিতায় আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে প্রধান প্রবক্তা হিসেবে উপস্থিত থাকবেন বৃন্দাবন থেকে আগত শ্রী গোস্বামী রাজেশ কিশোরজী মহারাজ।