হাইলাকান্দি: অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায় পাইয়ে দিতে সদায় সচেষ্ট বললেনZPM
জেলা পরিষদ কার্য্যালয়ে এসে আজ সোমবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। এদিন তিনি এলাকার উন্নয়ন মূলক কাজে নিরলস প্রয়াস জোরদার বলে জানান। পাশাপাশি ন্যায় পাইয়ে দিতে এবং অন্যায়ের প্রতিবাদে সরব থাকবেন বলে জানান। আর আগামী ২ রা অক্টোবর তারিখে প্রতিটি জিপি এলাকায় গাও সভা অনুষ্ঠিত হবে। এগুলোতে উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন মূলক কাজের প্রকল্প তালিকাভুক্ত করার আহবান জানান তিনি দুপুর দুটো নাগাদ।