কালনা ১: কালনা শহরে কোন গোষ্ঠীবাজী বরদাস্ত করব না! কালনায় বিজয়া সম্মেলনীর মঞ্চে দলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব মন্ত্রী
আমি একাই তৃণমূল করব অন্য কেউ করবে না আর আমার গোষ্ঠীর লোকেরাই তৃণমূল করবে, অন্য কেউ করবে না,আজ থেকে শপথ নিন কালনা শহরে কোন গোষ্ঠীবাজিকে বরদাস্ত করবো না। কালনায় বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে কর্মীদের কড়া বার্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর। পাশাপাশি গত কয়েকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কানলা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ভরাডুবি নিয়েও মুখ খোলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ । পাশাপাশি মন্ত্রীর আরও বার্তা বাড়িতে পৌঁছান মানুষের কাছে যান।