নলহাটি ১: প্রভু জগৎবন্ধুর ২৪ প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে ৫৬ ভোগ নিবেদন ও ভান্ডারার আয়োজন নলহাটিতে
প্রভু জগৎবন্ধুর ২৪ প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে ৫৬ ভোগ নিবেদন ও ভান্ডারার আয়োজন নলহাটিতে।গত বুধবার থেকে নলহাটির ১টি অনুষ্ঠান ভবনে আয়োজন করা হয়েছে প্রভু জগৎবন্ধুর ২৪ প্রহর হরিনাম কীর্তনের, আজ এই হরিনাম সংকীর্তনের ৩য় দিনে বেলা ১২ নাগাদ প্রভু জগৎবন্ধুকে নিবেদন করা হলো ৫৬ প্রকার বিশেষ ভোগ। প্রত্যেক বছরের মতন এই বছরও প্রভু জগৎবন্ধুর দীক্ষায় দীক্ষিত নলহাটি এলাকার ভক্তগণ নলহাটিতে ১টি অনুষ্ঠান ভবনে আয়োজন করেছেন প্রভু জগৎবন্ধুর ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের ।