বর্ধমান ১: মঙ্গলকোট থানার কাকোরা গ্রামে আমগাছ থেকে পড়ে মৃত্যু হলো এক স্কুলছাত্রীর
মৃতের নাম আলো মেটে(৯)। সে স্থানীয় প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আমগাছে দোল খাওয়ার সময় সে পড়ে যায়। তাতে সে গুরুতর জখম হয়। পরিবারের লোকজন তাকে নতুনহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়