রানিবাঁধ: রং-তুলি হাতে খাতড়ার মহকুমা শাসক; মুকুটমণিপুরে পথচিত্রে নতুন নজির
রং-তুলি হাতে মহকুমা শাসক; মুকুটমণিপুরে পথচিত্রে নতুন নজির। মুকুটমণিপুরের সৌন্দর্য বাড়াতে শুধু প্রশাসনিক পরিকল্পনা নয়, নিজে হাতে শিল্পীর ভূমিকায় নামলেন খাতড়ার মহকুমা শাসক শুভম মোর্য। মঙ্গলবার কংসাবতী জলাধারের পাড়ে পথচিত্র আঁকার কাজ পরিদর্শনে এসে হঠাৎই তুলির পাশে দাঁড়ালেন তিনি। মুহূর্তের মধ্যেই হাতে তুলে নিলেন রং-তুলি, যোগ দিলেন শিল্পীদের দলে। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কংসাবতী জলাধারের পাড়ের রাস্তার ওপর আঁকা হচ্ছে রঙিন আলপনা।