কালচিনি: মহা অষ্টমীর রাতে দর্শনার্থীদের ঢল নামলো হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ পুজোতে
মহা অষ্টমীর রাতে দর্শনার্থীদের ঢল নামলো হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ পুজোতে। মঙ্গলবার রাত দশটা নাগাদ প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল পুজো মন্ডপে। বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে পাখিদের সেই কিচিরমিচির আওয়াজ।তাই এবার পাখিদের তথা পরিবেশকে সংরক্ষণের বার্তা ফুটে উঠেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ পুজো কমিটির দুর্গা পুজোতে। পুজোর ৩৭ তম বর্ষে এবছরের থিম "ইচ্ছেডানা"। মণ্ডপজুড়ে তৈরি হয়েছে পাখির বাসা।