সাঁকরাইল: সংস্কারের অভাবে কলাবনীতে থাকা কজওয়ে আজও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে, চরম সমস্যায় পড়তে হয় সাঁকরাইলের মানুষজনকে
সংস্কারের অভাবে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কলাবনী এলাকায় থাকা কজওয়ে আজও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে। টানা বৃষ্টিতে ডুলুং নদীর জল বাড়লেই তলিয়ে যায় রাস্তা, বন্ধ হয়ে যায় যোগাযোগ। ফলে কলাবনি ও সাঁকরাইল ব্লকের কয়েকটি গ্রামের মধ্যে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনকে। বুধবার বিকেলে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে নতুন সেতুর দাবি জানালেও কাজ শুরু হয়নি।