মাদারিহাট: শনিবার প্রথম দিনই বীরপাড়ায় গ্যারগান্ডা নদীর ঘাটে ছটপুজোর জন্য ৬৫০ টির বেশি ঘাট বুকিং হল
শনিবার প্রথম দিনই বীরপাড়ায় গ্যারগান্ডা নদীর ঘাটে ছটপুজোর জন্য ৬৫০ টির বেশি ঘাট বুকিং হল। বীরপাড়া সূর্য ছটপুজো কমিটির চেয়ারম্যান বিজয় সিং এখবর জানান। প্রসঙ্গত ওই নদীর তীরে আলিপুরদুয়ার জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম হয় ছটপুজোয়। পুজো কমিটির সভাপতি মুকেশ গুপ্তা জানিয়েছেন ওই নদীর দুই পাড়ে এবার ১ হাজার ২০০টি ঘাট তৈরি করা হচ্ছে। ঘাটগুলি বুকিংয়ের জন্য কুপন বিলি করা শুরু হয়েছে শনিবার থেকে। এদিন ছয়টি কাউন্টার থেকে কুপন বিলি করা হয়। কুপন সংগ্রহ করতে ব