ময়ূরেশ্বর ১: মল্লারপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে জনজোয়ার
শনিবার বৈকালে ধরণী দেবেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। শনিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ধরণী দেবেন স্কুল মাঠে একাধিক নেতা মন্ত্রীদের উপস্থিতিতে হয়ে গেল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন অতিথি বর্গদের বরন করে নেওয়ার পর বক্তব্যের মধ্য দিয়ে চলে এই অনুষ্ঠান পর্ব। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ আরো অনেকেই।