ফাঁসিদেওয়া: কালভার্ট ভেঙে চৌচির;জল পেরিয়ে যাতায়াত করতে হয়,কুচিয়া লাইন এলাকায় জমছে জল সমস্যা সাধারণ মানুষেরা #jansamasya
বেশ কয়েকবার বছর আগে কালভার্ট ছিল কিন্তু এখন আর সেই কালভার্ট নেই। কালভার্ট ভেঙ্গে চৌচির। এলাকায় জমছে জল। এই জল পেরিয়ে যাতায়াত চলছে। বর্ষার সময় প্রচুর পরিমাণ জল প্রবাহিত হয় গয়া গঙ্গা ও ভোজনারায়ন চা বাগানের সঙ্গে এই রাস্তাটি সংযুক্ত করেছে। আর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় চা শ্রমিক থেকে সাধারণ মানুষদের। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার এক বাসিন্দা তাদের সমস্যার কথা জানালেন।