মানিকচক: আবার বাঁধ ভেঙে গেল ভূতনীর, প্রচন্ড গতিতে হু হু করে জল ঢুকতে শুরু করেছে গোটা এলাকায়
ফের বাঁধ ভেঙে প্লাবিত হল মালদহের ভূতনি।নতুন করে নির্মিত ভাঙলো নদী বাঁধ। সোমবার সকালে সেচ দপ্তরের নতুন বাঁধ ভেঙে ফের জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। কার্যত ফের বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা। কেশবপুর কলোনি এলাকায় নতুন বাঁধের পরে একটি রিং বাঁধ তৈরি করা হয়। তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ফের হু হু করে জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। লক্ষাধিক মানুষের ফের জলবন্দি হওয়ার আশঙ্কা। তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। গত বছরের মতই বিপদ ভূতনি বাসীর।