রাইপুর: “এটা আমাদের তৃণমূল পরিবারের উৎসব” সম্প্রীতির বার্তা দিলেন সিমলাপালের ভাইফোঁটায় তালডাংরার বিধায়ক
Raipur, Bankura | Oct 23, 2025 “এটা আমাদের তৃণমূল পরিবারের উৎসব”— সিমলাপালে গণ ভাইফোঁটার অনুষ্ঠানে বললেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ। তিনি জানান, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই—ধর্ম যার যার, উৎসব সবার।” সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের কর্মীরা একসঙ্গে অংশ নেন। ব্লক সভাপতি সৌমেন পাত্র বলেন, “তৃণমূল কংগ্রেস বিভেদের নয়, ঐক্যের রাজনীতি করে।” সম্প্রীতির সুরে ভরে ওঠে সিমলাপাল ব্লক কার্যালয়।