খানাকুল ১: বদনগঞ্জ ফুলুই 2নং অঞ্চলে পুজো উপলক্ষে মানুষকে বস্ত্র দিয়ে শুভেচ্ছা বিনিময় তৃণমূলের
পুজো উপলক্ষে মানুষকে বস্ত্র দিয়ে শুভেচ্ছা বিনিময় তৃণমূলের।সোমবার গোঘাট 2নং ব্লক ও বদনগঞ্জ ফুলুই 2নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।জানা যায়,মানুষকে শারদীয়া শুভেচ্ছা বিনিয়ম করতে সমাজ থেকে পিছিয়ে পড়া প্রায় আড়াইশো জন মানুষকে বস্ত্র দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 2নং ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার,অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত বিশুই সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শুভেচ্ছা পাওয়া মানুষগুলি।