ব্যারাকপুর ১: উদ্বোধন হলো পঞ্চম বর্ষ পলতা উৎসব উপস্থিত পৌর প্রধান
পলতা সেবাগ্রাম যাত্রিক পাঠে উদ্বোধন হলো পঞ্চম বর্ষ পলতা উৎসব, এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ, পৌর পারিষদ সদস্য প্রদীপ বসু, পৌরপিতা অজয় চক্রবর্তী, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর মাতা ইতি বিশ্বাস, সমাজসেবী ভোলা বিশ্বাস, সহ অন্যান্য বিশিষ্টজনেরা, পঞ্চম বর্ষ পলতা উৎসব চলবে আগামী ১৮ই জানুয়ারী পর্যন্ত, এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ এই উৎসবের সাফল্য কামনা ক