ইলামবাজার: মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে জেলার কোর কমিটি সদস্য হওয়ার জন্য ইলামবাজার ব্লক ছাত্র পরিষদ সংবর্ধনা দেয়
মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে জেলার কোর কমিটির সদস্য হওয়ার জন্য ইলামবাজার ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় নিজ কার্যালয়ের অফিসে সন্ধ্যা ৭টা নাগাদ। ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ার পর জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু খুশি ব্যক্ত করেন এবং আগামী দিনে সব রকম সমাজসেবামূলক কাজ করবেন বলেই জানানো হয়।