তুফানগঞ্জ ২: হরিপুর চৌপথি এলাকায় জাতীয় সড়কের ওপর অটোতে ধাক্কা ছোট চার চাকার গাড়ির ,ঘটনায় আহত চারজন ,হাসপাতালে তিনজন
ঘটনাটি বুধবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের হরিপুর চৌপথি এলাকার ঘটনা এবং ঘটনায় আহতদেরকে নিয়ে আসে স্থানীয়রা তুফানগঞ্জ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায় আহতরা হলেন চায়না শিকদার, বিষ্টু মন্ডল, রঞ্জিত রায় এবং সুনীল বর্মন। বিষ্টু মন্ডল বাদে বাকি তিনজন চিকিৎসাধীন হাসপাতালে। জানা গিয়েছে অটোটি মানসাই দেবগ্রাম থেকে তুফানগঞ্জের দিকে আসার পথে হরিপুর চৌপথি এলাকায় বিপরীত প্রান্ত থেকে আসা ছোট চার চাকার গাড়ি ধাক্কা মারে।