ক্যানিং ১: রবিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে নাজেহাল ক্যানিংবাসী
রবিবার সকাল থেকেই ক্যানিং সহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়। বেলার দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও দুপুর বারোটা নাগাদ ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেকের বৃষ্টিতে জল জমে যায় চারিদিকে। লক্ষ্মীপুজোর বাজার জমে উঠলেও এই বৃষ্টির জেরে কার্যত বাজার মুহূর্তে ফাঁকা হয়ে যায়। বৃষ্টির মধ্যে নিজেদের দোকান পসরা কোনমতে ঢাকা দিয়ে বাঁচানোর চেষ্টা করেন ফল, ফুল সহ অন্যান্য দোকানিরা।