পাড়া: বদলি হলেন পাড়া থানার ওসি বাপন মন্ডল,কে এলেন নতুন ওসির দ্বায়িত্বে দেখুন
Para, Purulia | Nov 6, 2025 গতকাল রাতে জেলা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বদলি হলেন পাড়া থানার ওসি বাপন মন্ডল তিনি পাড়া থানা থেকে পুরুলিয়ার বোরো থানায় বদলি হলেন এবং পাড়া থানার নতুন ওসির দ্বায়িত্ব পেলেন স্নেহাশীষ মন্ডল যিনি এর আগে বোরো থানার দায়িত্বে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তিনি দায়িত্ব গ্রহণ করেন।