শীতলকুচি: শীতলকুচি বিধানসভার শিবপুর এলাকায় শিবপুর হাইস্কুলে মদের আসর বসানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে
মঙ্গলবার শীতলকুচি বিধানসভা জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে শিবপুর এলাকায়। যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় ও শিক্ষকরা।অভিযোগ স্কুল ছুটির পর সন্ধা হলেই দুষ্কৃতীরা স্কুলে মাঠে নেশার আসর বসায়।অভিযোগ নেশা করে নেশার সামগ্রী মদের বোতল স্কুল মাঠে ফেলে চলে যাচ্ছে দুষ্কৃতীরা।এই নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রাও।