সবং: সবং বিডিও অফিসে সবং ব্লকের ৬৭ টি পূজো কমিটিকে চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং বিডিও অফিসে সবং ব্লকের অন্তগর্ত ৬৭ ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গাপূজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকার করে চেক তুলে দেওয়া হোলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। চেক গুলি তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।সঙ্গে ছিলেন সবকের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, সবং থানার ওসি চঞ্চল সিংহ,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবং ব্লকের বিডিও সহ অন্যরা।