কুমারগ্রাম: ১০৪তম বর্ষে পড়ল বারবিশা হরিমন্দির কমিটির দুর্গাপুজো
প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজোর গুলির মধ্যে অন্যতম বারবিশার হরিমন্দির কমিটির পুজো। এবারে এই পুজো ১০৪তম বর্ষে পড়ল। বুধবার পুজো কমিটি সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে মেতে উঠেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। বারবিশা চৌপথী সংলগ্ন হরিমন্দিরে ওই পুজো করা হয়। পুজোর কয়েকদিন প্রচুর দর্শনার্থী মণ্ডপে ভিড় করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ মানুষের ভিড় দেখে খুশি হরিমন্দির কমিটির সদস্যরা।