নানুর: কীর্ণাহারে বিজেপির দলীয় কর্মসূচি থেকে একসাথে কেষ্ট কাজল কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী
Nanoor, Birbhum | Nov 18, 2025 মঙ্গলবার কীর্ণাহারে কেন্দ্র সরকারের কর্মসূচি মাই ভারত একতা যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ছিলেন মধ্যপ্রদেশ রাজ্য সভার সাংসদ সুমিত্রা বাল্মিকী।এদিন বিকেলে কীর্ণাহার পূর্বপট্টি বাঁধাঘাট সংলগ্ন এলাকা থেকে 'মাই ভারত একতা যাত্রা' শুরু হয়।শেষ হয় কীর্ণাহার বাসস্ট্যান্ডে।সরকারি কর্মসূচি শেষে এদিন সন্ধ্যায় কীর্ণাহার সিনেমাতলা সংলগ্ন এলাকায় বিজেপির সাংগঠনিক কার্যকর্তা সম্মেলনে যোগ দেন শুভেন্দু। সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য।