বড়দিন উপলক্ষে বুধবার বুলবুলচন্ডীতে অনুষ্ঠিত হল জমকালো কার্নিভাল। বুলবুলচন্ডী হাইস্কুল ময়দানজুড়ে সারাদিন উৎসবের আবহ ছিল।কার্নিভাল উপলক্ষে সকালে বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে বিশেষ অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাতের দিকে কার্নিভালের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।