দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত শম্ভু নগর গ্রাম পঞ্চায়েত এলাকার শম্ভু নগরে বেআইনিভাবে দেশী মদ বিক্রির অভিযোগে হরেন মন্ডল নামে এক ব্যক্তিকে রবিবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে ৭লিটার বেআইনি দেশি মদ উদ্ধার পুলিশ। ধৃতকে সোমবার বিকালে আলিপুর আদালতে তুলেছে পুলিশ।