পঞ্চায়েত প্রধান ভারতীয় নন,বাংলাদেশী। প্রশাসন তার নথি যাচাই করুক, এমনই দাবি গ্রামবাসীদের। প্রধানের সমস্ত নথিও সঠিক নয়,তিনি ভুয়ো নথি দেখিয়ে নির্বাচনে জিতে প্রধান হয়েছেন,প্রধানের নাগরিকত্ব নিয়ে এবার বড়সড় অভিযোগ তুলছে স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাদের দাবী,প্রশাসনের তরফ থেকে প্রধানের নথির সত্যতা জানা হোক।গ্রামবাসীদের তরফে ইতিমধ্যেই, এমনই অভিযোগ জমা পড়েছে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও কালনার মহকুমা শাসকের কাছে।