শালবনি: শালবনী ব্লকের গড়মাল অঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে পরিদর্শন বিধায়ক সুজয় হাজরার, উদ্বোধন হল লোমাস্ট লাইট
শালবনী ব্লকের গড়মাল অঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন করলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। আজ বৃহস্পতিবার বিকেলে পূজা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং প্যান্ডেল ও প্রতিমা পরিদর্শন করেন বিধায়ক। একইসঙ্গে তিনি এলাকায় নতুন একটি লোমাস্ট লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন। স্থানীয়রা এদিন সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ বিধায়কের হাতে এই লাইট উদ্বোধন করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।