এক আবাসনের চারতলা থেকে লিফটের ফাঁকে নিচে পড়ে আহত এক বৃদ্ধা।আজ রামপুরহাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুরালি দত্ত ঠাকুরবাড়ির গলিতে একটি আবাসন থেকে এক বয়স্ক মহিলা নিচে পড়ে যান।যিনি ওই আবাসনে দুধ বিক্রি করতে যান বলে খবর। ওই আবাসনের চারতলা লিফট থেকে নিচে পড়ে যান দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলার। উপর থেকে নিচে পড়ে যাওযায় জোড় আঘাত পেয়েছেন তিনি। এমনকি হাত, পা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। এছাড়াও মাথা ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।