মাদারিহাট: রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের শুক্রবারও সারাদিন কর্মবিরতি করলেন কর্মীরা
মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের সচিবকে বুধবার প্রহারের অভিযোগ ওঠে এক ঠিকাদারের বিরুদ্ধে। ওই ঠিকাদারের নাম সোলেমান গনি। সেদিন রাতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান বাবলি রুসদাঁ। এরপর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি করছেন ওই গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। শুক্রবারও কাজ হয়নি। তারা জানান নিরাপত্তার অভাবের জন্যই তাঁরা কাজ করতে সাহস পাচ্ছেন না। ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। মাদারিহাট