কলকাতা: দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ একডালিয়া এভারগ্রিনের এবারের থিমে যোগ হয়েছে দক্ষিণ ভারতের স্থাপত্য-গৌরব
দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ একডালিয়া এভারগ্রিন ক্লাব এ বছর তাদের দুর্গাপুজোর থিম হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ ভারতের ঐতিহ্যমণ্ডিত অরুণাচলেশ্বর মন্দিরকে। দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরশৈলীকে প্রতিবছর কলকাতার বুকে তুলে ধরার যে ঐতিহ্য একডালিয়া এভারগ্রিন বহন করে আসছে, চলতি বছর তারই ধারাবাহিকতায় মণ্ডপ সাজছে তামিলনাড়ুর এই ঐতিহাসিক মন্দিরের আদলে। পুজোর অন্যতম আকর্ষণ থাকছে সুবিশাল ঝাড়বাতি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশদ্বারে প্রায় ২৮ ফুট উঁচু ঝাড়বাতি বসানো হবে।