হাবরা ১: হাবরার গ্রামীণ ডাক্তারের কাছে হেলমেট না পরার জরিমানার নোটিশ অথচ স্কুটি তার নয়
হাবরা আকরামপুর এলাকার গ্রামীণ ডাক্তার খোকন সরকারের কাছে বিধান নগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের নোটিশ আছে হেলমেট না পড়ার জন্য এক হাজার টাকার জরিমানা এবং তাতে যে ছবি রয়েছে দেখা যায় একটি স্কুটি চালক স্কুটি নিয়ে যাচ্ছে ডাক্তারের বাইকের যে নম্বর সেই নম্বর রয়েছে, গ্রামীণ ডাক্তারের অভিযোগ নাম্বার জাল করে ওই এলাকায় স্কুটি চলছে যার ফলে তার কাছে পুলিশের নোটিশ এসেছে পুলিশ কোন ব্যবস্থা নিক নইলে আগামী দিনে কোন বড় ক্রাইম করলে তিনি বিপদে পড়বেন