বিশালগড়: বিশ্রামগঞ্জ বাজারে লক্ষ্মী মূর্তি সর্বোচ্চ ৯০০ টাকা সর্বনিম্ন ১০০ টাকা
বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালী মন্দির প্রাঙ্গণে মৃৎশিল্পীরা বসেছে লক্ষ্মী মূর্তি নিয়ে। তবে মূর্তির দাম অনেকটা বেশি।কারণ মূর্তি তৈরির সামগ্রী গুলোর দাম এবার অনেক বেশি। তবে বিক্রি তেমনভাবে শুরু হয়নি বলে শনিবার দিন দুপুরে জানালেন মৃৎশিল্পী ঝর্না পাল, সঞ্জীত পাল সহ আরো অনেকে।তারা আরো জানিয়েছে তাদের মূর্তির সর্বোচ্চ দাম ৯০০ টাকা এবং সর্বনিম্ন দাম ১০০ টাকা।