খোয়াই: খোয়াইয়ের বিভিন্ন বিশ্বকর্মার পূজো মন্ডপ পরিদর্শন করলেন বিধায়ক
Khowai, Khowai | Sep 17, 2025 খোয়াইয়ের বিভিন্ন বিশ্বকর্মার পূজো মন্ডপ পরিদর্শন করলেন বিধায়ক এদিন দুপুর তিনটা নাগাদ বিধায়ক পিনাকী দাস চৌধুরী বিজেপি খোয়াই মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাসকে সঙ্গে নিয়ে পরিষদের চেয়ারম্যান কে সঙ্গে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে বিধায়ক পিনাকি দাস চৌধুরী।