স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ,চাদরা থেকে গ্রেফতার অভিযুক্ত স্বামী। সূত্রের খবর, গত কয়েক দিন আগে শান্তিপুরের চাঁদরা গ্রামের বাসিন্দা এক গৃহবধূ পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সেই ঘটনায় গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে শান্তিপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।