বহরমপুর: বহরমপুর রবীন্দ্র সদনে সংস্থার ৩৪ বছর পূর্তি উদযাপন করলো আবৃত্তি-শ্রুতিনাটক-সঞ্চালনা প্রশিক্ষণ কেন্দ্র 'শ্রুতিছন্দ'
সংস্থার ৩৪ বছর পূর্তি উদযাপন করলো আবৃত্তি-শ্রুতিনাটক-সঞ্চালনা প্রশিক্ষণ কেন্দ্র 'শ্রুতিছন্দ'। রবিবাসরীয় সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদন মঞ্চে বহরমপুর ও কলকাতার বাচিক শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই সংস্থা। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা কবিতা পাঠ ও শ্রুতিনাটকে মাতিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের।