রানিনগর ২: গোধনপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় একটু বেশি পিস্তল ও এখন গুলি সহ গ্রেপ্তার এক
গতকাল রাতে মুর্শিদাবাদ জেলা রানীগঞ্জ থানা এলাকার গজন পাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় এক ব্যক্তি একটা দেশে পিস্তল ও এখন গুলি নিয়ে ঘোরাফেরা করছিলেন সে মতো অবস্থায় রাণীনগর থানার পুলিশের চোখে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে তলে চালাতে উদ্ধার হয় একটু বেশি পিস্তল ও এখন বলি তারপরে তাকে গ্রেফতার করে নিয়ে আসে লাইনে থানা আজ সকালে তাকে সাতদিনের পুলিশ বলে জানা গিয়েছে