তুফানগঞ্জ ১: মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি তুফানগঞ্জের স্কুল গুলোতেও গাওয়া হলো রাজ্য সংগীত
শুক্রবার এমনই দৃশ্য ধরা পরল তুফানগঞ্জ এর নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি করে প্রার্থনা সংগীতের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলোতে গাইতে হবে রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান।