নলহাটি ১: প্যালেস্টাইন জাতীয় সংহতি দিবস পালন করল সিপিআইএম নলহাটিতে
আজ 17 জুন সারা ভারতবর্ষ জুড়ে প্যালেস্টাইন জাতীয় সংহতি দিবস উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে আজ বেলা ১২:৩০ নলহাটি শহরে সিপিআইএমের পক্ষ থেকে প্যালেস্টাইন সংহতি দিবস পালন করলো। নলহাটি সিপিআইএম অফিস থেকে গেদুয়া পাকুর তলা মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সিপিআইএমের নেতা সঞ্জীব বর্মন সহ স্থানীয় নেতৃত্বরা।