সারা রাজ্যের পাশাপাশি বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হল পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত বাঘাডাবর গ্রামে।শনিবার বিকেল 5টা নাগাদ বাঘাডাবর গ্রামে মঞ্চ তৈরি করে এই সভার আয়োজন করা হয়েছিল রঘুনাথপুর মন্ডল 5 বিজেপির পক্ষ থেকে।এদিনের ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির জি এস মামণি বাউরি, রঘুনাথপুর বিধানসভার,কো-ইনচার্জ কাজল কৃষ্ণ সিনহা মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।