ডায়মন্ডহারবার ২: রায়চক এ চারচাকা গাড়ি পারাপারের জন্য যেটি হচ্ছে নুরপুর এলাকা থেকে সংসদ কে ধন্যবাদ জানালেন ব্লক সভাপতি
গত শুক্রবার দিন রায়চক এলাকায় আসেন পরিবহন মন্ত্রী স্নাসাসিস চক্রবর্তীর, রায়চক ফেরিঘাট থেকে কুকড়াহাটি পর্যন্ত চার চাকার গাড়ি পারাপারের আজ শুরু হবে কিছুদিনের মধ্যে তারই পরিদর্শন করেন তিনি আর সেই বিষয় নিয়ে আজ অর্থাৎ সোমবার দিন বিকেল পাঁচটা নাগাদ নুরপুর এলাকা থেকে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানায় এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল কথায় নয় কাজে দেখিয়ে দেয়। পাশাপাশি তিনি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান আর কি জানালে