ঝালদা ২: CPI(M)এর সাংগঠনিক বৈঠক হলো কোটশীলা পার্টি অফিসে
আজকে সিপিআইএমের একটি সাংগঠনিক বৈঠক হলো ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা দলীয় কার্যালয়ে । মূলত এদিন সিপিআইএমের কোটশিলা দক্ষিণ-পশ্চিম এবং পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল । সেখানে দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হারাধন ব্যানার্জি এবং এরিয়া কমিটি গুলির নেতৃত্ব উপস্থিত ছিলেন ।