বাসন্তী: বাসন্তীতে RYF ডাকে অধিকার যাত্রা মিছিল এবং সভা আয়োজিত হল। উপস্থিত ছিলেন RYF রাজ্য সম্পাদক আদিত্য জোরদার।
বাসন্তী রাজ্য সড়কে RYF ডাকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি কেন সুন্দরবনের মৎস্যজীবীদের সহ সুন্দরবনের নদী বাঁধ কংক্রিটের দাবিতে ১০০ দিনের কাজের টাকা না দেওয়াকে আধিকার যাত্রা মিছিলের সমাবেশে RYF এর কর্মীরা। রবিবার বিকেল ৩ টে নাগাদ বাসন্তী বাজার হইতে কুলতলী বাজার পর্যন্ত এই মিছিলে যোগ দেন এলাকার মানুষজন কর্মীরা এবং এলাকার সাধারণ নাগরিক তারা ১০০ দিনের কাজের টাকা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি কেন এই নিয়ে কেন্দ্রীয়