শীতলকুচি: আটিয়াবাড়ি এলাকায় গ্রামীণ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মৃত একটি ছাগল আহত বাইক চালক
মঙ্গলবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আটিয়াবাড়ী এলাকায় গ্রামীণ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মারা যায় একটি ছাগল এবং গুরুতর আহত হয় বাইক চালক। জানা যায় বাইক চালক ফক্করের হাট বাজার থেকে শীতলকুচির দিকে আসছিলেন এমন সময় আটিয়াবাড়ী এলাকায় একটি ছাগলকে ধাক্কা মারলে ছাগলটি সেখানেই মারা যায়। এবং বাইক চালক সিটকে পড়ে যায় ফলে বাইক চালকের গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে নিকটবর্তী ডাক্তারখানায় নিয়ে যায়।