কাঁথি ৩: বিজয়া সম্মেলন সফল করতে আজ কাখুরিয়ার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা,উপস্থিত INTTUC র রাজ্য সম্পাদক
উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আগামী ১৬ ই অক্টোবর মারিশদা B.K.J হাইস্কুল মাঠে বিজয়া সম্মেলন হবে, ভাজাচাউলি অঞ্চলে কাখুরিয়া পাটি অফিসে তারই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি রাজ্য কাঁথি ৩পঞ্চায়েত সমিতি, অশোক জানা সভাপতি INTTUC কাঁথি ৩ ব্লক, কালীপদ দলাই সহ সভাপতি কাঁথি ৩ যুব কংগ্রেস ও অঞ্চল ও বুথ স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ