জামালপুর: বাড়ির মধ্যে থাকা এসিডকে ওষুধ মনে করে খেয়ে গুরুতর অসুস্থ হলো যুবক গ্রাম এলাকায়
বাড়ির মধ্যে অসুস্থ থাকার কারণে এসিডকে ওষুধ মনে করে খেয়ে গুরুতর অসুস্থ হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম এলাকায়। উদ্ধার করে পরিবারের লোকজন দুপুরে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে জামালপুর হাসপাতাল থেকে বর্ধমান রেফার করা হয়েছে। ওই যুবকের নাম রাজকুমার পোড়েল।