নানুর: সামাজ মাধ্যমে পশ্চিমবঙ্গ কে নিয়ে বিভ্রান্তি মূলক অপপ্রচার চলছে! নানুরে বললেন বিধায়ক
Nanoor, Birbhum | Oct 28, 2025 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার ডিজিটাল যোদ্ধা নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে সামাজ মাধ্যমে প্রচার করার সময় সাম্প্রতিক সময়ে সমাজ মাধ্যমে একাধিক বিষয় নিয়ে অপপ্রচার চালানো নিয়ে সরব হলেন বিধায়ক।তিনি আরও বলেন, বাংলার মধ্যে যারা বিভ্রান্তী মূলক অপ প্রচার করছেন যারা ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে এই ডিজিটাল যোদ্ধায় অংশগ্রহণ করার জন্য বলেন তিনি।