তুফানগঞ্জ ১: প্রতিমা দর্শন করে বাড়িতে ফেরার পথে হালাকুরা সুপারমার্কেট এলাকায় বাইকের ধাক্কা, তুফানগঞ্জ হাসপাতালে মৃত বলে ঘোষণা
ঘটনাটি বুধবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে মিতার নাম দীপা রায় (১৯) । তার বাড়ি অসমের ধুবড়ি জেলার পোকা লাগিয়ে এলাকায়। বুধবার তিন মাসের সন্তানকে বাড়িতে রেখে স্বামীর মোটরসাইকেলে করে প্রতিমা দর্শনে বের হন। প্রতিমা দর্শন করে বাড়িতে ফেরার পথে হালাকুরা সুপারমার্কেট এলাকায় অপর একটি বাইক তাদের বাইকের পেছনে সজরে ধাক্কা মারে এবং ওই মহিলা পড়ে যান। সেখান থেকে হালাকুরা হাসপাতাল পরবর্তী তুফানগঞ্জ আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।।