দেশপ্রাণ: INTTUC পরিচালিত টোটো ইউনিয়নের আয়োজনে টোটো চালকদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক আজ এগরায় অনুষ্ঠিত হল
তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC পরিচালিত টোটো ইউনিয়নের আয়োজনে টোটো চালকদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক আজ এগরায় অনুষ্ঠিত হয়। উপস্থিতছিলেন এগরা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষক তরুণ কুমার মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা