জামবনি: জামবনি ব্লকের ঘুটিয়াতে কালীপুজোর আয়োজন
জামবনি ব্লকের ঘুটিয়াতে কালীপুজোর আয়োজন। সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘট আনার পর শুরু হয় পুজো। দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল কালীপুজো বা শ্যামাপুজো। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই কালীপুজো হয়ে থাকে। এদিন রাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘন আনা হয়। এরপর শুরু হয় মা কালীর পুজো।