কুলতলি: শীতে সুন্দরবনের বাঘ ও পর্যটক, সাংবাদিকদের মুখোমুখি DFO নিশা গোস্বামী
শীত পড়লেই জঙ্গলের বাঘ লোকালয়ে বারে বারে চলে আসে। বিগত দিনে একাধিকবার বাঘ এলেও এই মুহূর্তে বাঘের দর্শন নেই লোকালয়ে । আজ কুলতলির কৈখালী থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ চব্বিশ পরগনা বন আধিকারিক নিশা গোস্বামী এই শীতের মৌসুমে পর্যটক আসা ও বাঘের বিষয় নিয়ে কি জানাচ্ছেন তা শুনুন।